মহসিন রেজা :
নওগাঁর মানদায় সমবায় শক্তি, সমবায় মুক্তি, উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১০ নম্বর নুরুল্যাবাদ ইউনিয়নে পশ্চিমপাড়া যুব সমবায় সমিতির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পশ্চিমপাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মান্দা উপজেলার সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ডাক্তার ইকরামুল বারী টিপু ।
উদ্বোধন শেষে পশ্চিমপাড়া যুব সমবায় সমিতির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতি হাফেজ উদ্দিন সরদার বারিল্যা পশ্চিমপাড়া যুব সমবায় সমিতির ও সভাপতিত্ব করেন। সভায় প্রধন অতিথি ছিলেন মান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান এবং সাবেক বিএনপির সাধারণ সম্পাদক ইকরামুল বারী টিপু ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুল মতিন সিনিয়র সহ সভাপতি জাতীয়তাবাদী সমবায় দল নওগাঁ, রইচ উদ্দিন মোল্লা সদস্য আহবায়ক কমিটি,মান্দা উপজেলা শাখা, জাহাঙ্গীর আলম সাংগঠনিক সম্পাদক শ্রমিক দল মান্দা উপজেলা শাখা, প্রমুখ।
0 coment rios: