মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

কালিগঞ্জের পল্লীতে আদালতের আদেশ উপেক্ষা করে জবরদখলের অভিযোগ



কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধিঃ

কালিগঞ্জের পল্লীতে আদালত ও স্থানীয় সালিসি সিদ্ধান্ত উপেক্ষা করে সম্পত্তি জবরদখল ও প্রাচীর নির্মানের অভিযোগ উঠেছে মুজিবর রহমান মোল্লার বিরুদ্ধে। সে উপজেলার তারালী ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মৃত সিরাজ মোল্লার ছেলে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন একই ইউনিয়নের জাফরপুর গ্রামের মৃত নওয়াব আলী সরদারের ছেলে ফজলুল হক সরদার।

সরেজমিন ও থানা সূত্রে জানাগেছে, জাফরপুর মৌজার এসএ ৩১ খতিয়ানে ৪৯০ দাগ আরএস ৫২৪ দাগে  বিরোধেয় জমি মূলত ফজলুল হকের পৈত্রিক ও নিজ দখলীয়। এই জমির উত্তর ধারে মুজিবর মোল্লা গং জবরদখল করবে মর্মে নানান হুমকী ধামকী দিয়ে আসছিল। সেকারণে গত ২৬/০৮/২৩ তারিখে বিঞ্জ অতিঃ জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৫ ধারায় মামলা দায়ের করেন ফজলুল হক। ঐ মামলায় ফজলুল হকের জমিতে ভোগদখলে আছে থাকবে মর্মে রায় দেয়। অথচ আদালের আদেশ উপেক্ষা করে গত ২১ /১২/২৪ তারিখ সকাল আনুঃ ৭ টার দিকে বে আইনি জনতা দলবদ্ধভাবে লোহার রড, শাবল, দা ও লাঠি নিয়ে অতর্কিত হামলা করে মুজিবরসহ তার দলবল। এসময়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে ফজলুল হকের জমিতে পাকা প্রাচীর নির্মান করে। নিরুপায় হয়ে কালিগঞ্জ থানায় প্রতিকার চেয়ে অভিযোগ দায়ের করে ফজলুল হক।বিষয়টি ঘীরে সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময়ে ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। এ ব্যাপারে আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: