মহসিন রেজা :
নওগাঁর মান্দায় স্মৃতি যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট চূড়ান্ত পর্বের খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মান্দা উপজেলায় রবিবার বিকেলে ঠাকুর মান্দা মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান এবং সাবেক বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার ইকরামুল বারী টিপু ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮ নম্বর কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল । সভাপতিত্ব করেন ইমরান আলী মন্ডল সহকারী শিক্ষক । স্মৃতি যুব উন্নয়ন ক্লাব এর আয়োজিত এই টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াপ্রেমীদের জন্য এক মহা উৎসবের উপলক্ষ্য হিসেবে বিবেচিত হয়েছ ।
খেলার মাঠে ফুটবল প্রেমীদের ভিড় জমাতে শুরু করে এবং স্থানীয় ক্রীড়া অঙ্গন ইতোমধ্যেই উৎসাহে মুখরিত। ফুটবলের প্রতি গভীর ভালোবাসা এবং এই টুর্নামেন্ট যুবসমাজের কাছে শুধু একটি খেলা নয়, বরং একতা, বন্ধুত্ব এবং সততার প্রতীক হিসেবে কাজ করবে বলে আশা করেন। ঠাকুর মান্দা মাঠে আয়োজিত এই টুর্নামেন্টকে ঘিরে সকলের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন, মান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান এবং সাবেক বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার ইকরামুল বারী টিপু
0 coment rios: