মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

কচুয়ায় ০৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠিত



নওগাঁ প্রতিদিন ডেক্স:

বাগেরহাটের কচুয়ায় ঐতিহ্যবাহী উপজেলা শিশু নিকেতনের আয়োজনে জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। 

মঙ্গলবার ২৮ জানুয়ারি সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনে মধ্য দিয়ে দিনের শুভ সূচনা হয় এরপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমেশ হালদার শুভেচ্ছা বক্তব্য রাখেন।

কচুয়া উপজেলা শিশু নিকেতনের সহকারী শিক্ষক তিমির বরণ পাইকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারী, বিজয় কুমার জোয়ার্দার সহকারী কমিশনার (ভূমি) এসময় বিশেষ অথিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোহাঃ রাশেদুল আলম অফিসার ইনচার্জ কচুয়া থানা।

উপজেলা শিশু নিকেতনের সভাপতি ও কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কে. এম. আবু নওশদ এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহিদা সুলতানা সভাপতি লেডিস ক্লাব কচুয়া। এসময় প্রতিষ্ঠানের সভাপতি তার বক্তব্যে শিক্ষার্থীদের মেধা বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক বিভিন্ন বিষয়ে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে বলেন, কোমমলমতি শিক্ষার্থীদের মনসিক চাপমুক্ত রেখে তাদের অনুকূল পরিবেশ দিতে অভিভাবকদের প্রতি অনুরোধ করেন ও অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসময় তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধ্যে বিভিন্ন প্রতিভা লুকিয়ে আছে তারা ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে সক্ষম হবে।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: