মহসিন রেজা :
নওগাঁর মান্দায় শারিরীক প্রতিবন্ধী রবিউল ইসলামকে (৩০) একটি চার্জার রিকশা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে রবিউলকে এ রিকশাটি প্রদান করা হয়।
প্রতিবন্ধী রবিউল ইসলাম উপজেলার প্রসাদপুর ইউনিয়নের পার-এনায়েতপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, নওফেল আলী মণ্ডল, আব্দুল মতিন মণ্ডল ও ডা. তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।
প্রসাদপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন মণ্ডল বলেন, জন্মগতভাবেই শারিরীক প্রতিবন্ধী ছিলেন রবিউল ইসলাম। অভাবের সংসার হওয়ায় ভিক্ষাবৃত্তি করেই সংসার চালাতেন। বিষয়টি উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের নজরে আনা হলে তাকে পূর্নবাসনের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া বলেন, ভিক্ষুক পূর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান প্রকল্পের আওতায় প্রতিবন্ধী রবিউল ইসলামকে একটি চার্জার রিকশা দেওয়া হয়েছে। এখন থেকে এর উপার্জিত অর্থ দিয়েই যেন রবিউল ইসলাম সংসার চালাতে পারেন। আর ভিক্ষাবৃত্তি করতে না হয়।
0 coment rios: