নীল পরী
হয়নি কথা, না হয়েছে দর্শন
প্রতিনিয়ত বাড়ছে তব আকাঙ্ক্ষার বর্ষণ।
তোমারি তরে পাশরি সবই
আর ভাবনাতে যেন মরি,
সাধ জাগে বড়ই জানতে, কে তুমি নীল পরী।
ওগো সুন্দরী ললনা তুমি
হাজার রীতিতে বদ্ধ,
রীতি যদি না থাকিত, 'লইতে তোমায়' বাধিয়ে দিতাম যুদ্ধ।
কবিতার কথা বুঝা বড় দায়
লিখছি প্রেমিক বেশে,
"পরী" শীতল একটু ছায়া তুমি রৌদ্র পথের শেষে,
উড়োভাবে পাঠিয়ে দিলাম মোর এই কবিতাখানি, লইবে যবে কপোতের দ্বারে বাড়িয়ে দিও পাণি।
0 coment rios: