মহসিন রেজা :
নওগাঁর মান্দায় "ক্রীড়াই শক্তি,ক্রীড়াই বল-যুবরাই লড়বে,সোনার বাংলা গড়বে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১দিনব্যাপী ব্যাটমিন্টন টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কৃষি ব্যাংকের সামনে এ খেলার আয়োজন করা হয়।
ইলেকট্রনিক্স এ্যান্ড টেলিকম ব্যাটমিন্টন টুর্নামেন্টের আয়োজনে এই খেলায় ২৪ দল অংশ গ্রহণ করেন।
ইলেকট্রনিক্স এ্যান্ড টেলিকম ব্যাটমিন্টন টুর্নামেন্টের সভাপতি মাইনুল ইসলাম মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে,সাবেক সাধারণ সম্পাদক ডাঃ ইকরামুল বারী টিপু, প্রত্যাশা মোবাইল এ্যান্ড আতর হাউজের স্বত্তাধিকারী আব্দুর রহিম,প্রসাদপুর বাজার বণিক সমবায় সমিতির সভাপতি আকতারুজ্জামান,ইলেকট্রনিক্স এ্যান্ড ব্যাটমিন্টন টুর্নামেন্টের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনিসহ অনেকে উপস্থিত ছিলেন।
0 coment rios: