মহসিন রেজা :
নওগাঁর মান্দায় কসব ইউনিয়নে মারকাযুল কুরআন মিঠাপুর নূরাণী কিন্ডার গার্ডেন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করেন, মান্দা উপজেলার সাবেক বিএনপির সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ডা, ইকরামুল বাড়ি টিপু ।বৃহস্পতিবার সকালে তিনি এ পরিদর্শন করেন । পরিদর্শনকালে তিনি প্রতিষ্টানের লেখাপড়ার খোঁজ খবর নেন, শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনামুলক কথা বলেন এ সময় তিনি শিক্ষক - শিক্ষার্থীদের সাথে আলোচনা সভায় মিলিত হন। বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, আমাদেরকে বেশী বেশী কোরান পড়তে হবে।
কোরান ও হাদিসে বর্ণিত বিধি বিধান মানলেই সমাজ ও দেশে শান্তি ও নিরাপত্বা ফিরে আসবে। কারণ ইসলাম ধর্ম জাতী ধর্ম নির্বিশেষে সকলের শান্তি ও নিরাপত্বা বিধানের নির্দেশ দিয়েছে। আর আল কোরান হলো ইসলামের চুড়ান্ত দলিল। তাই আল কোরান সকলে মানলেই দেশে শান্তি ও নিরাপত্বা নিশ্চিত হবে। তিনি বলেন আমোদের সব বিষয়ে লেখা-পড়া করতে হবে। আমরা যদি পড়া-লেখায় অমনযোগী হই তবে বিশ্বের সাথে তাল মেলাতে গিয়ে পিছিয়ে পড়বো, মহান আল্লাহ তাই কোরানে প্রথমে পড়ার কথাই বলেছেন। আমাদের সকলকে জানার জন্য পড়তেই হবে। আমাদের হতে হবে সৎ,ভদ্র, মার্জিত রুচি সম্মত ব্যবহার ও যোগ্যতার অধিকারী।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আরিফুল ইসলাম, মোজাম্মেল হক মুকুল সভাপতি শ্রমিকদল মান্দা উপজেলা, জাহাঙ্গীর আলম বিদ্যুৎ সাধারণ সম্পাদক শ্রমিক দল মান্দা উপজেলা, জাহাঙ্গীর আলম সাংগঠনিক সম্পাদক শ্রমিক দল মান্দা উপজেলা, যুবদল নেতা আল মামুন, হারুনুর রশিদ, প্রমুখ
0 coment rios: