রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

মান্দায় শহীদ জিয়ার ৮৯তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত



মহসিন রেজা :

নওগাঁর মান্দায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে মান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম নাজমুল হক নাজুর সভাপতিত্বে ও সামসুল ইসলাম বাদল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম বাবুল চৌধুরী।

বিশেষ অতিথি জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডাঃ ইকরামুল বারী টিপু, বিএনপির যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন টুকু, শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল সহ মান্দা উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার পরিবারের সদস্য সহ বিএনপির প্রয়াত নেতাকর্মীর জন্য দোয়া করা হয়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: