বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

কালিগঞ্জের কাটুনিয়া রাজবাড়ী কলেজের শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

 



আলমগীর হোসেন কালিগঞ্জ :

কালিগঞ্জের কাটুনিয়া রাজবাড়ী কলেজের গভর্নিং বডি গঠনের লক্ষ্যে শিক্ষক প্রতিনিধি নির্বাচন-২৫ অত্যন্ত সুন্দর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারী) এ ভোটে মোট ভোটার সংখ্যা ছিলো ৫৭ জন, ভোট কাস্ট হয় মোট ৫৫টি। পৃথক তিনটি পদের বিপরিতে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দিতায় অংশ নেন। পুরুষ ৪জন ও মহিলা ২জন। এ ভোটে বিজয়ী প্রার্থীরা হলেন ড. মোঃ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক, ইসলামি শিক্ষা বিভাগ ও এম এম শফিউল আযম, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ। মোছাঃ মেহেরুন্নেছা, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ। নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন রোকেয়া মুনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও কাটুনিয়া রাজবাড়ী কলেজের বিদ্যোৎসাহী সদস্য আব্দুর রউফ। রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অলিউল ইসলাম। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম ও সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক জনাব আব্দুল মান্নান।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: