আলমগীর হোসেন ,কালিগঞ্জ সাতক্ষীরা :
কালিগঞ্জ উপজেলা সদরে কোমলমতি শিশুদের শিক্ষার অনন্য প্রতিষ্ঠান উপজেলা ল্যাবরেটরি স্কুলের ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকাল ৩ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ল্যাবরেটরি স্কুল কমিটির সভাপতি অনুজা মন্ডলের সভাপতিত্ব ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দুলাল চন্দ্র বাছাড় এর সঞ্চালনায়
https://www.profitablecpmrate.com/ftrxfk7q3v?key=a4bef80344acb84d2457314648818cd9
সভায় বক্তব্য রাখেন স্কুলের তত্ত্বাবধায়ক উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা খানম, স্কুল কমিটির সহ-সভাপতি মোঃ মাহবুবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দী, উপজেলা প্রকৌশলী ফয়সাল বারী পূর্ণ, সদস্য শেখ সাইফুল বারী শফু, সদস্য সুকুমার দাশ বাচ্চু, কণিকা সরকার, শিক্ষক মুজিবুর রহমান, সহ স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ২০২৫ সালে স্কুলে শিক্ষার্থী ভর্তি শিক্ষার গুণগতমান উন্নয়ন সহ সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়
0 coment rios: