মহসিন রেজা :
নওগাঁর মান্দায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১ জানুয়ারি-২০২৫ খ্রিঃ বুধবার মান্দা উপজেলা সদর প্রসাদপুর বাজারে মান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেক এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাশ কুমারের সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম, এ, মতিন।
অনুষ্ঠানে প্রধান বক্তা মান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক ও ৫ নং গনেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, অনুষ্ঠান উদ্বোধন করেন, মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ মোখলেসুর রহমান মাকে, বিশেষ অতিথি মান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডাঃ ইকরামুল বারী টিপু।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৯৭৯ সালের ১ জানুয়ারি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সংগঠন প্রতিষ্ঠা করেন। এর পর বিভিন্ন চড়াই উৎরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয়েছে ছাত্রদল। গণতান্ত্রিক প্রতিটি আন্দোলনে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিএনপি'র "ভ্যানগার্ড" হিসেবে পরিচিতি পায়।
শিক্ষা, ঐক্য, প্রগতি পতাকাবাহী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যে সকল ছাত্র নেতা কর্মী ও সাধারণ মানুষ জীবন দিয়েছেন, তাদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
0 coment rios: