বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

নওগাঁয় বিসিক শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ

 

মহসিন রেজা :

বিসিক জেলা কার্যালয় নওগাঁর  উদ্যোগে বৃহস্পতিবার (২৭ ফ্রেব্রুয়ারী ) জেলা বিসিক কার্যালয়ের সম্মেলন কক্ষে বিকাল ৩টায় ৫ দিন ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের ৩য় ব্যাচের সমাপনী ও সনদ বিতরণ হয়। সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ নওগাঁ এর উপপরিচালক কৃষিবিদ মোঃ আবুল কালাম আজাদ। বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক শামীম আক্তার মামুন এর  সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিসিক নওগাঁর শিল্প মালিক সভাপতি - আব্দুল কাদের শাহ, উদ্যোক্তা আহসান হাবীব হাসান,  সাংবাদিক নাজমুল হক,মশিউর রহমান,  সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন শিল্পনগরী কর্মকর্তা মোঃ ওয়াসিম সরকার। 

বিসিক জেলা কার্যালয় সুত্রে জানা যায়, ৩য় ব্যাচের প্রশিক্ষণ কোর্সে ২৫ জন আগ্রহী প্রশিক্ষণার্থীদেরকে গত ২৩ ফ্রেব্রুয়ারী  থেকে ২৭ ফ্রেব্রুয়ারী পর্যন্ত "বিজনেস প্লান" সহ অন্যান্য বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। আমাদের দেশে অনেক শিক্ষিত যুবক ও যুব মহিলা আছেন যারা নতুন শিল্প/ ব্যবসা শুরু করতে চান কিন্তু স্বল্প পুঁজিতে কিভাবে তা করতে হবে তার যথাযথ নির্দেশনা পাচ্ছেন না, তাদেরই জন্য " উদ্যোক্তা উন্নয়ন" কোর্সটি প্রণয়ন করা হয়েছে। যে কোন শিল্প/ব্যবসা শুরুর পূর্বেই উহার সঠিক পরিকল্পনা করা দরকার।

এ কোর্সের মাধ্যমে উদ্যোক্তাগণ তাঁদের প্রতিষ্ঠানের বিপণন, উৎপাদন, সংগঠন ও আর্থিক বিষয়সমূহ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বাস্তব জ্ঞান অর্জন করবেন। এক কথায় প্রশিক্ষণ শেষে উদ্যোক্তাগণ নতুন শিল্প প্রতিষ্ঠান অথবা ব্যবসায় শুরু করা এবং পরবর্তীতে নতুন দৃষ্টিভঙ্গি ও দক্ষতার সাথে পরিচালনায় সক্ষম হবেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: