আলমগীর হোসেন ,কালিগঞ্জ :
কালিগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে হোগলা পুরাতন জামে মসজিদে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন ছিলেন। অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করেন। পবিত্র শবে বরাত উপলক্ষে বিষ্ণুপুরের স্ব স্ব মসজিদের উদ্যোগে প্রত্যেকটি মসজিদে বাদ মাগরিব থেকে গভীর রাত পর্যন্ত ওয়াজ, দোয়া মাহফিল, পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-নাতসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। এসময় দোয়া মোনাজাত পরিচালনা করেন হোগলা জামে মসজিদের ইমাম আবু সাঈদ নেছারী। এদিকে পবিত্র শবে বরাতকে কেন্দ্র করে বাড়িতে বাড়িতে হরেক রকমের হালুয়া, ফিরনি, রুটিসহ উপাদেয় খাবার তৈরি করার প্রচলন ছিল। এসব খাবার আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও গরিব-দুঃখীর মধ্যে বিতরণ করা হয়। অনেকেই আবার পারিবারিক কবরস্থানে যান এবং আপনজনদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
0 coment rios: