মহসিন রেজা :
নওগাঁর মান্দায় ভোগদখলীয় সম্পত্তি থেকে অন্তত ৩ লাখ মূল্যের বিভিন্ন প্রজাতির গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। আজ শনিবার বিকেলে উপজেলার কালিকাপুর ইউনিয়নের চকমানিক গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় মান্দা থানায় ১১জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারী আলেয়া বেগম জানান, ‘জমিজমার বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশি সামসুদ্দীন প্রামাণিক গংদের সঙ্গে আমাদের বিরোধ চলছিল। এনিয়ে গত ৩১ জানুয়ারি সংঘর্ষে উভয়পক্ষের লোকজন আহত হন। এ ঘটনায় ঊভয়পক্ষ মান্দা থানায় মামলা করে। মামলার পর থেকে প্রতিপক্ষের লোকজনের হুমকির মুখে আমাদের পরিবারের সদস্যরা বাড়িছাড়া রয়েছে।’
ভুক্তভোগী আলেয়া বেগম অভিযোগ করে বলেন, জের ধরে আজ শনিবার প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে বসতভিটায় থাকা বরুই, মেহগনি, শিমুলসহ বিভিন্ন প্রজাতির অন্তত ৩ লাখ টাকা মূল্যের গাছ কেটে নেয়। এ ঘটনায় সামসুদ্দীন প্রামাণিক, জুয়েল রানা, রুবেল হোসেনসহ ১১জনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ করা হয়েছে।
এ প্রসঙ্গে অভিযুক্ত জুয়েল রানা বলেন, ‘আমাদের দখলীয় সম্পত্তি থেকে গাছ কেটে নেওয়া হচ্ছে। অন্যের সম্পত্তি থেকে গাছ কাটার অভিযোগ সঠিক নয়।’
এ বিষয়ে মান্দা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে গাছ কেটে নেওয়ার সত্যতা পাওয়া গেছে। বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গাছ কাটা বন্ধ রাখতে সামসুদ্দীন গংদের নিষেধ করা হয়েছে।
0 coment rios: