মহসিন রেজা
কালো পোশাকে শোকের স্মৃতিচিহ্ন, হাতে শ্রদ্ধার ফুল; সারিবদ্ধভাবে খালি পায়ে ধীর গতিতে চলা- ভাষার জন্য প্রাণ দেওয়া সেই সব অকুতোভয় ‘যোদ্ধাদের’ প্রতি শ্রদ্ধাবনত সব মানুষের পথ যেন মিশেছে মান্দার কেন্দ্রীয় শহীদ মিনারে।
একুশের প্রভাতফেরির পথযাত্রায় সবার কণ্ঠে সেই গান- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি…’।
নওগাঁর মান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়। এরপর মান্দা থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মান্দা ফায়ার সার্ভিস, উপজেলা বিএনপি,যুবদল, ছাত্রদল মান্দা প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন মান্দার শাখা, মান্দা উপজেলা প্রেসক্লাব সহ বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষ থেকে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় মান্দা উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রশাসক শাহ আলম মিয়া, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান, তদন্ত- ওসি আব্দুল গণি, উপজেলা প্রকৌশলী মোঃ আবু সায়েদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম,শিক্ষা কর্মকর্তা শাহ্ আলম সেখ, কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা নুরুজ্জামান, মান্দা ফায়ার সার্ভিস ষ্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাফিউর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা হাফজা খাতুন ইলা এবং বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ।
0 coment rios: