ডেস্ক নিউজঃ
ডেইলি নিউজ বাংলা২৪ এর প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মোহাম্মদ নজরুল ইসলাম খান(বিএসএস)।
এটি প্রত্রিকাটির জন্য একটি গর্বিত মুহূর্ত এবং তাকে এই মর্যাদাপূর্ণ পদে দায়িত্ব দেওয়ার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে পুরো প্রত্রিকা পরিবার। সাবেক এই সেনা সার্জেন্ট তার অভিজ্ঞতা, গবেষণা, দক্ষতা এবং নীতিনিষ্ঠা তাকে এই পদে সবার জন্য আদর্শ নেতা হিসেবে প্রতিষ্ঠিত করবে। তার আগ্রহ এবং অঙ্গীকার সাংবাদিকতার শুদ্ধতা এবং সমাজের কল্যাণে কাজ করার দিকে অঙ্গীকারবদ্ধ।
সাবেক সেনা কর্মকর্তা বলেন, "এই দায়িত্ব আমার জন্য সম্মানের ব্যাপার।আমি আশা করি আমার অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি দ্বারা প্রত্রিকার উন্নতির দিকে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি চাকুরীরত অবস্থায় মিলিটারি অফ পুলিশ, ডিজিএফআই সহ মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এসেছি। সাংবাদিকতার শুদ্ধতা, নিরপেক্ষতা এবং মানুষের অধিকার রক্ষা" এগুলোই আমার প্রধান লক্ষ্য।
তিনি আরো বলেন, পত্রিকার উন্নয়ন এবং সামগ্রিক মান বৃদ্ধি করতে আমি চেষ্টা করব। পাঠক এবং সমাজের সেবায় আমরা যে দায়িত্ব পালন করি, তা আরও ভালোভাবে পালন করতে হবে।
পত্রিকার সম্পাদক মোঃ রেজাউল করিম বলেন,"আমরা অত্যন্ত আনন্দিত যে মোহাম্মদ নজরুল ইসলাম খান আমাদের পত্রিকার উপদেষ্টা হয়েছেন। তিনি তার দীর্ঘ অভিজ্ঞতার মাধ্যমে আমাদের পত্রিকাকে আরও উন্নত এবং কার্যকরী করতে সাহায্য করবেন। তার যোগ্য নেতৃত্ব আমাদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।
এছাড়া, পত্রিকার কর্মকর্তারা এবং সহকর্মীরা তাকে এই নতুন পদে অভিনন্দন জানিয়ে বলেছেন,"তার নেতৃত্বে আমরা আরও ভালো কাজ করতে পারব, এবং আমাদের পত্রিকার মান এবং পাঠকের প্রতি দায়বদ্ধতা বাড়বে।
0 coment rios: