বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

ঢাকা থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১ আহত ১২ জন


নওগাঁ টিভি ডেস্কঃ

ঘনকুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে সাতক্ষীরায় গাছের সাথে ধাক্কা লেগে ঢাকা থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের হেলপার শাহাদাত হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১২ জন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোর সাড়ে চারটায় শহরের সার্কিট হাউজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

আহতদের সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। হেলপার শাহাদাতকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার সময় তিনি মারা যান। নিহত শাহাদাত হোসেন কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার শফিকুল ইসলামের ছেলে। 

এছাড়া আহতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মাজাট গ্রামের দাউদ আলীর ছেলে আলমগীর হোসেন, একই উপজেলার জয়নগর গ্রামের বাহার আলী তরফদারের ছেলে আব্দুর রউফ, দেবহাটা উপজেলার রামনাথপুর গ্রামের তারক চন্দ্র ঘোষের ছেলে তপন ঘোষ, কালিগঞ্জ উপজেলার বাজারগ্রাম রহিমপুর গ্রামের বাহার আলীর ছেলে রুহুল আমিন, একই উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের আশরাফ আলী গাজীর ছেলে শাহীনুর রহমান। এছাড়া চায়না ও আব্দুল্লাহ নামে দুই জনের নাম জানা গেলেও তাদের ঠিকানা জানা যায়নি। আহত অন্য পাঁচ জনের নাম ও পরিচয় জানা যায়নি।

আহতদের মধ্যে পাঁচ জনকে সাতক্ষীরা সদর হাসপাতাল, দুই জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও পাঁচ জনকে বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন তপন কুমার ঘোষ জানান, তিনি বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ভারতীয় মেডিকেল ভিসার জন্য ঢাকার যমুনা ফিউচার পার্কে যান। সেখান থেকে কাজ মিটিয়ে রাতে ঢাকা থেকে একটি পরিবহনে যশোরের চাঁচড়ায় নামেন। সেখান থেকে সাতক্ষীরাগামী দিগন্ত পরিবহনে ওঠেন। ঘুমের কারণে নাভারণ ছাড়ার পর চালক বার বার ব্রেক করছিলেন। ভোর সাড়ে চারটার দিকে সাতক্ষীরা শহরের সার্কিট হাউজ মোড়ে পৌঁছালে ঘুমের কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পরিবহনটিকে আশা সমিতির পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা মারেন। এতে ওই গাছটি বাসের সামনে দিয়ে ঢুকে যায়। বাসটি দুমড়ে মুচড়ে গেলে তিনিসহ কমপক্ষে ১৩ যাত্রী আহত হন। এদিকে, স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দিলে তারা এসে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। 

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. আশরাফুল হক জানান, আশঙ্কাজনক অবস্থায় চায়না ও আলমগীর নামের দুই আহত ব্যক্তিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া হেলপার শাহাদাত হোসেন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নেওয়ার সময় তিনি মারা যান।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: