সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

উল্লাপাড়ায় মসজিদে মসজিদে ডাকাত আতষ্কের মাইকিং-নির্ঘুম রাত কাটালো এলাকাবাসী


মোঃসুজন আহমেদ,সিরাজগন্জ:

সন্ধ্যা রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিভিন্ন গ্রামের মসজিদের মাইক থেকে হঠাৎ ডাকাত আতষ্ক ছড়িয়ে পড়ে। এ সংবাদ প্রচার হওয়ার পর থেকেই উপজেলার পশ্চিম অঞ্চলের (কয়ড়া, উল্লাপাড়া, দুর্গানগর, মোহনপুর, বড়পাঙ্গাসী, উধুনিয়া, বাঙ্গালা, পূর্ণিমাগাঁতী) ইউনিয়ন সহ প্রায় দশটি ইউনিয়নের লোকজন ডাকাত আতষ্কে নির্ঘুম রাত কাটায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে এ আতষ্ক। আতষ্ক দুর করতে পরে প্রশাসনের পক্ষ থেকে জনগণকে আশ্বস্ত করে মডেল থানার ফেসবুকে স্ট্যাটাস দেয় পুলিশ। সারারাত চলে পুলিশ প্রশাসনের বিশেষ অভিযান। 

উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রার মোঃ আব্দুল মালেক এ ব্যাপারে জানান, শনিবার বাদ এশার পর গ্রামের মসজিদের মাইক থেকে ঘোষণা করা হয় এলাকায় ডাকাত দল প্রবেশ করেছে, আপনারা সবাই সজাগ থাকবেন। এ ঘোষণায় এলাকায় আতষ্ক ছড়িয়ে পড়ে। 


উধুনিয়া ইউপি সদস্য আলামিন হোসেন বলেন, রাত ৯ টার দিকে গ্রামের মসজিদের মাইকে আশেপাশে ডাকাত দল ঢুকেছে বলে ঘোষণা দেওয়া হয়। পরে গ্রামবাসী রাত জেগে পাহারা বসায়।

সদর ইউনিয়নের ভদ্রকোল জামে মসজিদের মুয়াজ্জিন শহীদ উদ্দিন জানান, শনিবার দিবাগত রাতে তার বাড়ীর আঙ্গিনার গোয়াল ঘর থেকে দুটি গরু আনুমানিক আড়াই লাখ টাকা দামের চুরি হয়ে গেছে। সর্তক থেকেও সম্ভব হয়নি চুরি ঠেকানো। বর্তমানে চুরি, ছিনতাই, ডাকাতি বেড়েই চলেছে। 

পূর্ণিমাগাঁতী ইউনিয়নের গয়হাট্টা গ্রামের কামাল হোসেন জানান, শনিবার রাতে দহপাড়া গ্রামের আব্দুস সালামের গোয়াল ঘর থেকে প্রায় দেড় লাখ টাকার একটি গরু চুরি হয়ে গেছে। ফরিদপুর গয়হাট্টার হাজী মোকছেদ আলীর ছেলে মনি জানান, শুক্রবার সকালে বোরকা পরিহিত ভিক্ষুক ভিক্ষা নিয়ে চলে যাবার পর থেকে বাড়ীর সকল সদস্য অসুস্থ হ�



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: