রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

আ'লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে উপজেলা বিএনপির মিছিল সমাবেশ অনুষ্ঠিত



 আলমগীর হোসেন, কালিগঞ্জ সাতক্ষীরা :

কালিগঞ্জে আ'লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে উপজেলা বিএনপির  এবং ভঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারী) বিকেলে মহিলা কলেজের গেট থেকে উপজেলা বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলামের নেতৃত্বে উপজেলার প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে ফুলতলা মোড়ে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়েছে। উপজেলা বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান রোকন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক প্রভাষক সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল, যুগ্ম আহবায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা জাসাস এর আহবায়ক মুরশিদ আলী গাজী, সদস্য সচিব মারুফ বিল্লাহ, যুগ্ম আহবায়ক শাহাজান আলী মোড়ল, উপজেলা তাতী দলের সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা তরুন দলের সভাপতি সুলতান মাহমুদ,  সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শোকর আলী প্রমুখ। এর আগে সকাল ১০ টায় উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান রোকন ও সদস্য সচিব আরিফুর রহমান ছোটন এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশ নেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিঃ যুগ্ম আহবায়ক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শেখ শাহীস কবীর, কালিগঞ্জ উপজেলা কৃষক দলের সিনিঃ যুগ্ন আহ্বায়ক কামরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক শরিফুল হালদার, উপজেলা জাসাস এর আহ্বায়ক মুরশিদ আলী গাজী, সিনিঃযুগ্ন আহ্বায়ক শাহাজান আলী মোড়ল, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, কুশুলিয়া ইউনিয়ন জাসাস এর আহ্বায়ক আঃগফুর,নলতা ইউনিয়ন কৃষক দলের সিনিঃযুগ্ন আহ্বায়ক মাষ্টার শাহীনুর, যুগ্ম আহ্বায়ক মোকলেছুর রহমান,কালিগঞ্জ উপজেলা ছাত্র দলের জাকির হোসেন, সরকারি কলেজ ছাত্র দলের ওমর ফারুক, সোহাগ, ইদ্রিস, নয়ন,সালমান,ফিরোজ, সুব্রত,ওলি, ওসমান, হাবিকুল,রমজান,গোলাম, মনিরুল,মঈন প্রমুখ।মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান বলেন, ছাত্র-জনতার অভ্যূত্থানের ভিতর দিয়ে গত ৫ আগষ্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যূত হয়ে শেখ হাসিনা পালিয়ে গেছেন। দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়ে গেছেন। এখনও বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং দেশের ভিতরে বিভিন্ন স্থানে নৈরাজ্য-সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার পাঁয়তারা করছে। এরই প্রতিবাদে আজকে আমাদের এই মিছিল।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: