মহসিন রেজা :
নওগাঁর মান্দায় উত্তরা ডিগ্রী কলেজ এর ৩০ বছর পূর্তি উৎসব এবং প্রথম পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সারা দিনব্যাপী কলেজ প্রাঙ্গণে স্মৃতিচারণ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এসময় একুশে টিভির সংবাদ পাঠক ওয়াহিদুজ্জামানের সঞ্চালনায় ও সভাপতি এ্যাড. মিজানুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উত্তরা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুব হোসেন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারী এন্ড এনিমেল সায়েন্সস অনুষদ এর ডিন প্রফেসর ড. খন্দকার মোঃ মোজাফ্ফর হোসেন, মান্দা উপজেলা বিএনপি’র আহবায়ক ও গনেশপুর ইউ’পি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, মান্দা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে এবং নওগাঁ এ্যাডভোকেট বার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এ্যাড. শওকত ইলিয়াস প্রমূখ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি সাদিকুল ইসলাম সোহাগ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপি’র সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড. কুমার বিশ্বজিৎ, কুসুম্বা ইউ’পি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, কছিমুদ্দিন স্মৃতি ফাউন্ডেশন এর পরিচালক সাজ্জাদ হোসেন, প্রমখ।
0 coment rios: