বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

নওগাঁয় চাঁদা চাওয়ার প্রতিবাদ করায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম



নওগাঁ প্রতিনিধিঃ

 নদীর ধারে ঘুরতে যাওয়া দুই ছেলে-মেয়েকে মারধর করে চাঁদা চাওয়ার প্রতিবাদ করায় নওগাঁর বদলগাছীর সিহাব হোসেন নামের এক শিক্ষার্থী ও ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম করেছে স্থানীয় কয়েক জন যুবক। ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধায় উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের কটকবাড়ি এলাকায়। পরে আহত অবস্থায় তাকে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহত সিহাব হোসেন নওগাঁ নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসার শিক্ষার্থী এবং উপজেলার বিলাশবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সদস্য ও একই এলাকার বাসিন্দা।


থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বদলগাছী সদর এলাকার রাসেল ও সাথী নামে দুই যুবক-যুবতী গতকাল বিকালে নওগাঁ থেকে মার্কেট করে ফেরার পথে কটকবাড়ী এলাকায় মোটরসাইকেল থামিয়ে নদীর ধারে ঘোরাঘুরি করছিল। তাদের সন্দেহ হলে স্থানীয় প্লাবন, রনি, আশিক ও রাকিবসহ ১০ থেকে ১৫ জন যুবক তাদের আটক করে মারধর করে। পরে তাদের নদীর ধারে নির্জন এলাকায় নিয়ে গিয়ে দশ হাজার টাকা চাঁদা দাবি করে। বিষয়টি জানাজানি হলে ছাত্র দল কর্মী সিহাবসহ গ্রামবাসি ওই ছেলে-মেয়েকে উদ্ধার করে থানায় খবর দেয়। তাতেই ক্ষিপ্ত হয়ে আশিক, রনি, রাকিব, প্লাবনসহ কয়েকজন যুবক ছাত্রদল কর্মীকে অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সিহাবকে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে স্বজনেরা সেখানে গিয়ে সিহাবকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি বর্তমান চিকিৎসাধীন রয়েছে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ শাহজাহান আলী বলেন, বিষয়টি আমি শুনেছি। ওই ছাত্রদল কর্মী চিকিৎসাধীন অবস্থায় আছে। এখনো অভিযোগ হাতে আসেনি। অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: