মহসিন রেজা
নওগাঁর মান্দায় উপজেলা বণিক সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে আখতারুজ্জামান আল মনসুর, সম্পাদক পদে আব্দুল মালেক দেওয়ান ও কোষাধ্যক্ষ পদে জাহাঙ্গীর আলম বিদ্যুৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নতুন
কার্যনির্বাহী কমিটিতে সহসভাপতি পদে নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক পদে আলতাব হোসেন, এবং সদস্য পদে আলতাফ হোসেন দেওয়ান, মোজাদ্দীদ আল মামুন, মোজাহার আলী মোল্লা, আব্দুর রশিদ, মমতাজ হোসেন, এস এম মাহমুদুল হক ও রকিবুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশীদ বলেন,উপজেলা বণিক সমবায় সমিতি লিমিটেডের নতুন কমিটি গঠনের লক্ষ্যে তফসিল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে ২জন, সহসভাপতি পদে ১জন, সম্পাদক পদে ২জন, যুগ্ম সম্পাদক পদে ২জন, কোষাধ্যক্ষ পদে ২জন এবং সদস্য পদে ৭জন মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু নির্ধারিত সময়ের আগেই সভাপতি পদে ১জন, সম্পাদক পদে ১জন, যুগ্ম সম্পাদক পদে ১জন ও কোষাধ্যক্ষ পদে ১জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
0 coment rios: