আলমগীর হোসেন ,কালিগঞ্জ সাতক্ষীরা :
ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী'র আরাধনা উপলক্ষে কালিগঞ্জের বিষ্ণুপুরে দুটি মন্ডপে পৃথকভাবে প্রতিবছরের ন্যায় এবারও ৭ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন মনোরম প্যান্ডেল নির্মাগের করা হয়েছে। পাশাপাশি বিষ্ণুপুর ফুটবল মাঠে ও পিকেএম মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সাত দিনব্যাপী শ্রী শ্রী সরস্বতী পূজা ও পঞ্চমীর মেলার আয়োজন করা হয়েছে। বিষ্ণুপুর বন্ধু মহলের সভাপতি প্রদীপ সেন, সাধারণ সম্পাদক সঞ্জয় মন্ডল জানান, সোমবার ৩ ফেব্রুয়ারি সকাল ৭ টায় সরস্বতী পুজা ৭ দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
এসময় সরস্বতী পূজা ও পঞ্চমী মেলা পরিদর্শন অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, দেশ টিভির জেলা প্রতিনিধি শরিফুল্লাহ কাউসার সুমন সহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, স্থানীয় বিএনপি'র নেতৃবৃন্দ
0 coment rios: