আলমগীর হোসেন ,কালিগঞ্জ সাতক্ষীরা :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপি'র উদ্যোগে জেলা বিএনপির নব গঠিত আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৫ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার রোকেয়া মনসুর মহিলা কলেজের গেট থেকে মিছিলটি শুরু হয়ে ফুলতলার গোলচত্তরে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানসহ সাতক্ষীরা জেলা বিএনপির এইচ এম রহমতুল্লাহ পলাশকে আহবায়ক ও আবু জাহিদ ডাবলুকে সদস্য সচিব করে আহবায়ক কমিটির সকল কে অভিনন্দন জানিয়ে কালিগঞ্জে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এসময় কালিগঞ্জ উপজেলা বিএনপি'র আহবায়ক শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মীরা।
0 coment rios: