কালিগঞ্জ প্রতিনিধি
কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বর্ডির পরিচিতি সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় কলেজের হলরুমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়ের সভাপতিত্বে ও শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক ও নবগঠিত গভর্নিং বডির সভাপতি এইচ এম রহমাতুল্লাহ পলাশ। এ সময় বিশেষ অতিথির বিশেষ বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, জেলা জিয়া পরিষদের আহ্বায়ক অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, জেলা জিয়া পরিষদের যুগ্ন আহবায়ক অধ্যক্ষ মাহবুবুর রহমান মুকুল, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, নবগঠিত কমিটির সদস্য শেখ নাজমুল হোসেন, রেজাউল করিম রেজা, সহকারী অধ্যাপক আব্দুর রউফ, সরকারি অধ্যক্ষ নিয়াজ কাওসার, শেখ জাফরুল্লাহ, মাওলানা শেখ শফিউল্লাহ, শেখ হাবিবুল্লাহ প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, যুগ্নু সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক মন্ডলী, অভিভাবক, শিক্ষার্থী ও সুধিবৃন্দ।
পরিচিতিও আলোচনা সভা শেষে কলেজে শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
0 coment rios: