সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

মান্দায় ভোগদলীয় সম্পত্তির গাছ কেটে নেওয়ার অভিযোগ

 


মহসিন রেজা :

নওগাঁর মান্দায় ভোগদখলীয় সম্পত্তি থেকে বিভিন্ন প্রজাতির অন্তত ২ লাখ টাকা মূল্যের গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। আজ সোমবার উপজেলার পরানপুর ইউনিয়নের শিশইল গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় ভুক্তভোগী ফজলুল হক মণ্ডল বাদি হয়ে ৮জনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ করেছেন।

ভুক্তভোগী ফজলুল হক মণ্ডল বলেন, ‘শিশইল মৌজায় পৈত্রিক সূত্রে পাওয়া সাড়ে ১১ শতক সম্পত্তিতে ১৯৯৫ সালে মেহগনি, আমসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করি। সঠিক পরিচর্যার কারণে গাছগুলো এখন অনেক বড় হয়েছে। হঠাৎ করেই স্থানীয় সোনাপুর জিএম ক্বওমী ও হাফেজীয়া মাদ্রাসা কর্তৃপক্ষ উক্ত সম্পত্তি দাবি করলে আমার সঙ্গে বিরোধের সৃষ্টি হয়।’


ভুক্তভোগী ফজলুল হক অভিযোগ করে বলেন, এনিয়ে পরানপুর ইউনিয়ন পরিষদসহ স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও বিরোধ নিষ্পত্তি হয়নি। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে নওগাঁ আদালতে ১৪৪/১৪৫ ধারায় একটি মামলা করেন। মামলার নিষ্পত্তি না হতেই আজ সোমবার লোকজন দিয়ে গাছগুলো কেটে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় মাদ্রাসার মহাতামিম আশিকুল ইসলাম, রেজাউল ইসলাম, সাইদুর রহমানসহ ৮জনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ করেছি।

এ বিষয়ে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোখলেছুর রহমান মোবাইলফোনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: