শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

কালিগঞ্জে আবগারিতে যৌথ বাহিনীর অভিযানে মদ, স্বর্ণালংকারসহ আটক ৩




আলমগীর হোসেন কালিগঞ্জ 

সাতক্ষীরা'র কালিগঞ্জে মদের দোকানে যৌথ বাহিনী অভিযানে বিপুল পরিমাণ বাংলা মদ, স্বর্ণালংকার, স্টাম ও চেকের পাতা, ভারতীয় রুপিসহ ৩ জনকে আটক করেছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে অভিযান শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে। থানা সূত্রে জানাগেছে, কালিগঞ্জের উত্তর পার বাজারের মধ্যে আবগারিতে কালিগঞ্জে দায়িত্বরত সেনাবাহিনী অভিযান চালায়। এ সময়ে সেখান থেকে ৪"শ৬২ লিটার অবৈধ বাংলা মদ, ২"শ লিটারে দুটি ড্রাম, ৪০ লিটারের ড্রাম একটি, ২ লিটারের বোতল ৯টি, ৫"শ মিলির বোতল ১০টিসহ মাদক সেবীদের নিকট থেকে বন্ধককৃত ৪৫ ভরি  স্বর্ণ, সাদা স্টাম্প, ১৮টি চেক বই এবং ২ হাজার ৪০ ভারতীয় রুপি উদ্ধার সহ তিনজনকে আটক করে। আটককৃতরা হলেন কালিগঞ্জ উপজেলার পূর্ব নারায়ণপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে আবগারির মালিক মোহাম্মদ ইয়াসিন আলী (৮৬) মোমরেজপুর গ্রামের মৃত হযরত আলীর ছেলে নবাব আলী (৩২) ও বাথুয়াডাঙ্গা গ্রামের মৃত ভগিরথ সরকারের ছেলে অমর সরকার (৩৫)। ঘটনার সত্যতা স্বীকার করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জানান এ বিষয়ে কালিগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। আবগারিটি লাইসেন্সধারী হলেও নির্দিষ্ট ব্যক্তিদের কাছে আনুমানিক বিশ লিটার পরিমাণের বাংলা মদ বিক্রয়ের  নিয়ম থাকলেও সেখানে বেশি পরিমাণ মদ বিক্রয় হতো এলাকার উঠতি বয়সী যুবকদের কাছে মদ বিক্রির অভিযোগ রয়েছে। উপজেলা এলাকার উঠতি বয়সের যুবকেরা এখান থেকে প্রতিনিয়ত মদ গ্রহণ করত।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: