রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

সাফিনা পার্কে রাকাব নওগাঁ জোনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

 


মহসিন রেজা :

 রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) নওগাঁ জোনের বার্ষিক ক্রীড়া, বনভোজন, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার দিনব্যাপী রাজশাহী’র গোদাগাড়ী উপজেলার সাফিনা পার্কে বার্ষিক এ বনভোজন অনুষ্ঠিত হয়। এতে রাকাব নওগাঁ জোনের ৩০টি শাখাসহ, জোনাল নিরীক্ষা কার্যালয় এবং জোনাল কার্যালয়ের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ  করেন।

অনুষ্ঠানটি অত্যন্ত মার্জিত, প্রাণবন্ত, সুশৃঙ্খল,  উৎসাহমূলক , অংশগ্রহণমূলক এবং দারুণ উপভোগ্য হয়েছে বলে অংশগ্রহণকারী সকলের পক্ষ থেকে প্রশংসা করা হয়েছে। ইতিমধ্যে অনুষ্ঠানের  চমৎকার আয়োজন নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করেছেন। নওগাঁ জোনের ইতিহাসে সবচেয়ে বড় এবং সফলতম এই  অনুষ্ঠানের সমস্ত ক্রেডিট নওগাঁ জোনের ডাইনামিক জোনাল ব্যবস্থাপক মোঃ রুহুল আমিন সকলের প্রতি উৎসর্গ করেছেন। 

সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন, কঠোর পরিশ্রম এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য অনুষ্ঠানের সফলতম পরিসমাপ্তি হয়েছে। আর সে কারণে, জোনের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দের প্রতি জোনাল ব্যবস্থাপক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছেন। 

এছাড়া অর্ধ-বার্ষিক হিসাব সমাপনী ডিসেম্বর-২০২৪ সমপানান্তে যারা পারফরমেন্স ভিত্তিক সন্মামনা পেয়েছেন তাদেরকে আন্তরিক  অভিনন্দন জানিয়েছেন এবং এবার যারা পুরস্কার পান নাই, তারা আগামী জুন ক্লোজিং এ অবশ্যই অবশ্যই সন্মামনা ক্রেস্ট এবং পুুরুস্কার পাবেন বলে তিনি দৃঢ়ভাবে প্রত্যাশা করেছেন।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: