মোঃসুজন আহমেদ, সিরাজগঞ্জ প্রতিনিধী:
সিরাজগঞ্জে উল্লাপাড়ায় মান্নান চ্যারিটেবল ট্রাস্ট এর অর্থায়নে "প্রচেষ্টা সবার জন্য " মানবিক সংগঠনের বরাদ্দকৃত ঘর পেলেন খোদ্র শিমলার বিধবা দুই বোন ছাকেরা এবং হনুফা খাতুন। তাদের পিতার নাম মৃত মন্তাজ খাঁ। তাঁরা দুই বোনই স্বামী হারাবস্থায় তাদের বাবার মৃত্যু হয়। সেই থেকে পরের বাড়ি কাজ করে কোনোমতো জীবনযাপন করতেন। তাদের দিন কাটে একবেলা খেয়ে না খেয়ে। অসহায় দুই বোনের মাথা গোঁজার ঠাঁইও ছিল না।
সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে খবর পেয়ে তাঁদের সাহায্যের জন্য এগিয়ে আসেন মান্নান চ্যারিটেবল ট্রাস্টের সত্বাধিকারী,"প্রচেষ্টা সবার জন্য " মানবিক সংগঠনের কর্ণধার শাহবাজ খান সানি।৷ তিনি বিধবা এই দুই বোনের মাথা গোঁজার ঠাঁই করে দিতে ৭৫ হাজারেরও অধিক টাকা ব্যয়ে একটি টিনশেট ঘর,জানালা, দরজা,চোকি,লেপ তোষক,কাঁথা বালিশ ওবং বেডশিটের ব্যবস্থা করে দেন। পাশাপাশি পরিবেশ সম্মত একটি আধাপাকা ল্যাট্রিন তৈরি করে দেন। এতে সানিকে সার্বিক সহযোগিতা করেন ডাক্তার রাজু আহমেদ রুবেল।
এ বিষয়ে বিধবা দুই বোন ছাকেরা এবং হনুফার নিকট প্রতিক্রিয়া জানতে চাইলে তারা আবেগে কেঁদে ফেলেন। তারা বলেন আমাদের নিজেদের কোন মাথা গোজার ঠাঁই ছিল না। অন্যের বাড়িতে কাজ করে সেখানেই রাত্রি যাপন করতে হতো।
ঘর পেয়ে দুই বোন কান্না বিজড়িত কন্ঠে শাহবাজ খান সানি সহ মান্নান চেরিটেবল ট্রাস্ট এর সাথে সংশ্লিষ্ট সকলের জন্য মহান আল্লাহর দরবারে প্রাণ খুলে দোয়া করেন।
0 coment rios: