মহসিন রেজা :
নওগাঁয় জেলা পর্যায়ে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১০টার দিকে জেলার এটিএম মাঠে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিন এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা শিক্ষা ককর্মকর্তা (অতি. দা.) মোহা. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সহকারী পরিদর্শক মোহা. নাজমুল হোসাইনের সঞ্চালনায় বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেখাপড়ার পর বাকি সময় খেলাধুলা করলে ভিডিও গেমস এর প্রতি আসক্তি এবং কিশোর গ্যাং এর সাথে সংপৃক্ত হয়ে বিভিন্নভাবে অপরাধে জড়িয়ে পরার প্রবণতা চলে যাবে। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে।
পরে জেলার প্রতিটি উপজেলা থেকে আগত সকল প্রতিযোগীদের শুভকামনা জানিয়ে উৎসবমুখর পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন করেন অতিরিক্ত জেলা প্রশাসক।
0 coment rios: