বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

কালিগঞ্জে গোবিন্দকাটি হাইস্কুলের প্রধান শিক্ষককে মারপিটের অভিযোগ



এস এম সাহাদাত হোসেন, ভ্রাম্যমান প্রতিনিধি :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার গোবিন্দকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পশুপতি সরকারকে প্রকাশ্যে মারধর করার অভিযোগ উঠেছে বিপ্লব সরকার (২৭)এর বিরুদ্ধে। সে উপজেলার দঃ শ্রীপুর ইউনিয়নের টোনা গ্রামের অরোবিন্দু সরকারের ছেলে। 

সরেজমিন ও থানা সূত্রে জানা গেছে, ঘটনাটি বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোবিন্দকাটি গ্রামের মৃত: বিহারী লাল সরকার এর পুত্র পশুপতি সরকার  অভিযোগ করে বলেন" বিদ্যালয়ের অফিস কক্ষে সম্পুর্ণ পরিকল্পিত ভাবে পূর্ব শত্রুতার জের ধরে আমাকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করে এবং এক পর্যায়ে মারধর করে। পরে স্কুলের শিক্ষকরা ও সকল ছাত্র- ছাত্রীরা একসাথে এসে বিপ্লব সরকারকে নিবৃত করে এবং আটকে রাখে।পরবর্তীতে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমানকে বিষয়টি জানালে তিনি দ্রুততম সময়ে এমার্জেন্সি অফিসার এস আই প্রদীপ কুমারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল গেলে স্থানীয় স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা সহ এলাকাবাসী  বিপ্লব সরকারকে পুলিশের কাছে সোপর্দ করে। 


এ বিষয়ে জানতে চাইলে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান বলেন, বিষয়টি আমি জানতে পারে সাথে সাথে থানা পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়েছি। ঘটনাস্থল থেকে বিপ্লব সরকারকে থানাতে আনা হয়। যথাযথ তদন্ত করে তাকে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এসময়ে স্কুলের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকাবাসী বিপ্লব সরকারকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শণ করেণ।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: