মো: শুভ ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়িতে ৬০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার চৌরাস্তার হিজলগাড়ি এলাকায় ইয়াবা বিক্রির সময় তাকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আলামিন (৩৮) উপজেলার আমবাড়ি গ্রামের আব্দুল মজিদ সরকারের ছেলে। তিনি পলাশবাড়ি সরকারি কলেজের সাবেক ছাত্রদলের সভাপতি ছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় উপজেলার চৌরাস্তার হিজলগাড়ি এলাকায় তিন ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে। এ সময় ওই স্থানে অভিযান চালিয়ে আলামিনকে গ্রেপ্তার করা হয়। অপর সহযোগী আকাশ (৩৩) সবুজ মিয়া (২৮) নামে দুইজন পালিয়ে যায়।
পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, দীর্ঘ দিন থেকে ও তিন ব্যক্তি নেশাজাত দ্রব্য বেঁচা-কেনা করে আসছিল। অভিযানে আলামিনকে গ্রেপ্তার করলেও আকাশ ও সবুজ পালিয়ে যায়। তাদের তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আলামিনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
0 coment rios: