আলমগীর হোসেন ,কালিগঞ্জ, সাতক্ষীরা :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়ীয়া ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৮ ফেব্রুয়ারী) ধলবাড়ীয়া ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক শরিফুল হালদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারন সম্পাদক এড্যঃআব্দুস সালাম খান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লিখিত বক্তব্য পাঠ করেন কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান। ধলবাড়ীয়া ইউনিয়ন এর সদস্য সচিব সুব্রত কুমার খা এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিঃ যুগ্ন আহ্বায়ক সাবেক ছাত্র ও যুবনেতা হাফিজুর রহমান শিমুল,ধলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সদ্য বিদায়ী আহ্বায়ক মোঃরেজাউল গাজী,যুগ্ম আহ্বায়ক কুদ্দুস হাজী, কালিগঞ্জ উপজেলা কৃষকদলের সদস্য সচিব আরিফুর রহমান ছোটন, উপজেলা জাসাস এর আহ্বায়ক মুরশিদ আলী, সিনিঃ যুগ্ন আহ্বায়ক শাহাজান আলী মোড়ল,সদস্য সচিব মারুফ বিল্লাহ, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, আবুল হোসেন, ইদ্রিস আলী ফিরোজ হোসেইন,উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মিলন, ছাত্রদলের জাকির হোসেন, ওমর, সোহাগ হোসেন,তৈবুর,সিদ্দিক, আঃমাজেদ,মোস্তাফিজ প্রমুখ। কেন্দ্র ঘোষিত তিনমাস ব্যাপী কৃষক সমাবেশ এর অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রায় সহস্রধিক নেতা, কর্মী ও সমর্থকবৃন্দ অংশগ্রহণ করেন। এসময়ে বক্তাগন বলেন তৃণমূল পর্যায়ে দলকে সু সংগঠিত করতে ভেদাভেদ ভুলে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের ঐক্যবদ্ধ হতে হবে। তবে আওয়ামী দোসরদের কোনো সদস্য যেনো অনুপ্রবেশ করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
0 coment rios: