মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

মান্দায় দখলমুক্ত হলো আত্রাই নদীর ৩০ বিঘা পয়স্তী সম্পত্তি


ডেস্ক রিপোর্টঃ

নওগাঁর মান্দায় দখলমুক্ত করা হয়েছে চকবালু মৌজার আত্রাই নদীর পয়স্তী অন্তত ৩০ বিঘা সম্পত্তি। দীর্ঘদিনের জটিলতা নিরসনে উপজেলা রাজস্ব প্রশাসনের স্পট গণশুনানীর মাধ্যমে এসব সম্পত্তি দখলমুক্ত করা হয়।

এ উপলক্ষে আজ মঙ্গলবার কশব ইউনিয়নের চকবালু ঈদগাহ মাঠে স্পট গণশুনানী করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, মান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপুসহ সেনাবাহিনীর একটি টিম উপস্থিত ছিলেন।


এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া বলেন, উপজেলার চকবালু মৌজায় আত্রাই নদীর ডানতীরে সাড়ে ৯০০ শতক পয়স্তী জমি

তদারকির অভাবে বেদখল হয়ে যায়। এসব সম্পত্তির পাল্টাপাল্টি দখল নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

ইউএনও শাহ আলম মিয়া আরও বলেন, স্পট গণশুনানীর মাধ্যমে বেদখল হওয়া এসব সম্পত্তি উদ্ধার করা হয়েছে। আগামিতে প্রকৃত ভূমিহীনদের মাঝে এসব সম্পত্তি বরাদ্দ দেওয়া হবে।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: