শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

কালিগঞ্জের বিএনপি নেতা মোতাহার সকলকে কাঁদিয়ে চলে গেলেন ফেরার দেশে


আলমগীর হোসেন ,কালিগঞ্জ সাতক্ষীরা :

একসপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলে বিএনপি নেতা এসএম মোতাহার হোসেন (৫৮)। শুক্রবার (৭ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে তিনি মৃত্যুবরণ করেন,(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মোতাহার হোসেন কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের মরহুম শামছুর রহমানের ছেলে। বিএনপির দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন শাখার নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। 

পরিবারের সদস্যরা জানান, গত ১ ফেব্রুয়ারী ইউনিয়ন বিএনপির সম্মেলনে বিজয়ী হওয়ার পরে নেতা কর্মীদের সাথে সময় দিয়ে রাত আনুঃ ১১টায় বাড়ির অদুরে বটতলা মোড়ে কয়েকজনের সাথে দাঁড়িয়ে কথা বলছিলেন। এসময়ে চম্পাফুল ইউনিয়নের নবীনগর গ্রামের আজিজুল ইসলামের ছেলে চিহ্নিত মাদকাসক্ত অনিক হোসেন মোটরসাইকেলে বেপরোয়া গতিতে এসে মোতাহার হোসেনকে ধাক্কা দেয়। মারাত্মক রক্তাক্ত অবস্থায় মোতাহার হোসেনকে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনে ভর্তি করেন। পরে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শুক্রবার বেলা সাড়ে ১২টায় কর্তব্যরত চিকিৎসক মোতাহার হোসেনকে মৃত ঘোষণা করেন। তিনি স্ত্রী ও দুই কন্যাসহ আত্মীয় স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। সদাহাস্য এসএম মোতাহার হোসেনের মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।  আগামীকাল শনিবার বেলা ২টায় ফতেপুর মাঠে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানাগেছে।





শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: