শনিবার, ১ মার্চ, ২০২৫

বাগমারায় জনপ্রতিনিধি কর্তৃক সাংবাদিককে লাঞ্চিতের চেষ্টার অভিযোগে থানায় জিডি



রাজু আহমেদ স্টাফ রিপোর্ট 

রাজশাহীর বাগমারায় সাংবাদিককে লাঞ্চিত ও হেনস্তার চেষ্টার অভিযোগ উঠেছে এক প্যানেল চেয়ারম্যানের (মেম্বার) বিরুদ্ধে। ঐ প্যানেল চেয়ারম্যারের নাম মো: তোফাজ্জল হোসেন। তিনি উপজেলার বাসুপাড়া ইউনিয়ন পরিষদের ৭ নং মেম্বার এবং সাঁইপাড়া গ্রামের মৃত মুুনির উদ্দিনের ছেলে। এব্যাপারে বাগমারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছে ভুক্তভোগী সাংবাদিক সাহাবুর রহমান। যার জিডি নং-১৪৮৮। সাহাবুর ক্রাইম নিউজ-২৪ এর বাগমারা প্রতিনিধি। এঘটনায় গত ২৭ ফেব্রুয়ারী ভুক্তভোগী সাহাবুর রহমান হাটগাঙ্গোপাড়া  মডেল প্রেসক্লাব ও সহকর্মীদের  সাথে পরামর্শ নিয়ে জিডিটি করেছেন। 

জিডি সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারী দুপুরে টিসিবি পণ্য বিতরনে নানা অনিয়মের দৃশ্য মোবাইলে ধারণ করলে তার (সাংবাদিক) উপর ক্ষিপ্ত হয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং গালাগাল করে প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। এছাড়াও ভুক্তভোগী সাংবাদিককে এলাকা ছাড়া করাসহ মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। 

এব্যাপারে ভুক্তভোগী সাংবাদিক সাহাবুর রহমান জানান, আমি প্রায় দুই বছর যাবত সাংবাদিকতার সঙ্গে জড়িত। আমি কখনও ফেক নিউজ, ভুল তথ্য বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের সাথে জড়িত থাকিনা। সবসময় সত্যকে সমর্থযোগ্য, যাচাইকৃত সূত্র থেকে প্রাপ্ত হয়ে যেকোনো তথ্য শেয়ার করে থাকি। আমি সবসময় শান্তিপূর্ণ ও সম্মানজনক আচরণ বজায় রেখে তথ্য সংগ্রহ করে থাকি। তবে একজন জনপ্রতিনিধির এমন আচরনে হতাশ হয়েছেন সাংবাদিকরা। এ ব্যাপারে তিব্র নিন্দা জ্ঞাপন করেছেন হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে জানান প্রেসক্লাবটি। প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হবে।


এমন ঘটনার ব্যাপারে বাসুপাড়া ইউপি সদস্য তোফাজ্জল হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি। তাই তার বক্তব্য ও মন্তব্য জানা সম্ভব হয়নি। 

পরে ঘটনাটি নিয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলামের যোগাযোগ করলে তিনি বলেন,  একজন সাংবাদিক আমার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান। তবে একজন জনপ্রতিনিধি হয়ে গণমাধ্যমকর্মীর সাথে এমন আচরন করা ঠিক হয়নি বলে দুঃখ প্রকাশ করেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: