বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

কালিগঞ্জে সুন্দরবন রক্ষার্থে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

 


 শাহাদাত হোসেন, বিশেষ প্রতিনিধিঃ 

কালিগঞ্জে  সুন্দরবন রক্ষার্থে শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৩ই মার্চ বেলা ১০টায়  রুপান্তরের আয়োজনে  উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠানে সাবেক অধ্যাপক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের  সভাপতি শেখ সাইফুল বারী সফু, বিশিষ্ট আইনজীবী  অ্যাডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম, সুশীলনের পরিচালক আখতারুজ্জামান পল্টু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুসহ ফ্যাসিলিটেটর হিসেবে বক্তব্য রাখেন খালিদ লামি।

বক্তারা বলেন বাংলাদেশে সুন্দরবন ম্যানগ্রোভ বন ও তার সংলগ্ন অঞ্চলসমূহের দূষণ কমানো, সুন্দরবনের দূষণ এবং এর সাথে সম্পর্কিত পরিণতি সম্পর্কে সুন্দরবন সংলগ্ন এলাকার জনগণকে সচেতন করতে হবে। কর্ম এলাকায় একটি করে যুব নেটওয়ার্ক গঠন করা, যাদের উদ্যোগে সুন্দরবন সংলগ্ন এলাকার জনগণ প্লাস্টিক ও পলিথিনের মাধ্যমে সুন্দরবন দূষণের ভয়াবহতা সম্পর্কে অবগত করতে হবে এবং এই দূষণ প্রতিরোধে দক্ষতা ও জ্ঞান অর্জন করে নিজ নিজ স্থান থেকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। সুন্দরবনে প্লাস্টিকের কারণে যে ক্ষতি হচ্ছে সেগুলো তুলে ধরা হয়।অন্যান্যদের মধ্যে এনজিও,সমজাকর্মী, মৎস্য জীবি শিক্ষক কবি সাহিত্যিক  বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ যুব ফোরামের সদস্য বৃন্দ  উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: