মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

যায়যায়দিনের ডিক্লারেশন বাতিল আদেশ প্রত্যাহোরের দাবীতে নওগাঁয় মানববন্ধন

 


মহসিন রেজা 

নওগাঁয় দেশের অন্যতম পত্রিকা দৈনিক যায়যায়দিনের প্রধান কার্যালয় অবৈধ দখল মুক্ত এবং ঠুনকো অভিযোগে ডিক্লারেশন বাতিলের আদেশ প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৮মার্চ) সকালে জেলা শহর মুক্তির মোড়ে জেলায় কর্মরত সর্বস্তরের সাংবাদিকরা এ কর্মসূচি পালন করেন।


জেলায় কর্মরত প্রায় অর্ধ শতাধিক সাংবাদিকের অংশ গ্রহণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্ডিপেন্ডেন্ট টিভির স্টাফ রিপোর্টার সাদেকুল ইসলাম, বক্তব্য রাখেন  ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি সাব্বির আহম্মেদ,সময় টিভির স্টাফ রিপোর্টার এম আর রকি,ডিবিসির নওগাঁ প্রতিনিধি একে সাজু,এশিয়ান টিভির নওগাঁ প্রতিনিধি রাশেদুজ্জামান, এটিএন নিউজের নওগাঁ প্রতিনিধি আব্দুর রাকিব।


মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন এখন টিভির নওগাঁ প্রতিনিধি আব্বাস আলী, দীপ্ত টিভির নওগাঁ প্রতিনিধি আব্দুর রউফ রিপন, দেশ রুপান্তরের প্রতিনিধি পারভেজ রহমান, যায়যায়দিনের আত্রাই প্রতিনিধি ওমর ফারুক, মান্দা প্রতিনিধি মাহাবুবুজ্জামান সেতু,সোনালী কন্ঠের স্টাফ রিপোর্টার সাইফুল ওয়াদুদ, বাংলাদেশ সমাচারের নওগাঁ প্রতিনিধি আসাদুজ্জামান।


এসময় বক্তারা অবিলম্বে যায়যায়দিন পত্রিকার অবৈধ দখল মুক্ত এবং ঠুনকো অভিযোগে ডিক্লারেশন বাতিলের আদেশ প্রত্যাহোরের দাবী জানান। পরে যায়যায়দনের জেলা প্রতিনিধি রুহুল আমিন ও ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি সাব্বির আহম্মেদ জেলা প্রশাসকের মাধ্যমে তথ্য উপদেষ্টা বরাবর একটি স্মারক লিপি জমা দেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: