এস এম শাহাদাত বিশেষ প্রতিনিধিঃ
কালিগঞ্জের পল্লীতে বখাটে ও মাদকসেবী আব্দুস সামাদ মিঠু এবং তার দোসরদের হামলায় গুরুতর যখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ব্যবসায়ী হাবিবুল বাশার সাহাজী। তিনি উপজেলার ভাড়াশিমলা গ্রামের মোশারফ সাহাজীর ছেলে। থানা ও সরেজমিন সূত্রে জানাগেছে, পবিত্র এই রমজানের সময়েও রোজাদার ব্যবসায়ীকে পুর্ব পরিকল্পিতভাবে একাকী পেয়ে নগদ টাকা ছিনিয়ে নেয়। এ সময়ে ভাড়াশিমলা গ্রামের জমাত আলী সাহাজীর ছেলে মাদকসেবী বিভিন্ন অপকর্মের হোতা আব্দুস সামাদ মিঠু ও একই গ্রামের মতিয়ারের ছেলে জিয়া এবং সন্ত্রাসী মিঠু সাহাজী গত ১৬ মার্চ ২৫ তারিখে সকাল সাড়ে ৮টায় ভাড়াশিলা বাজারে কাঁচামাল ব্যবসায়ীর হাবিবুল বাশারের কাছে থেকে নগদ ১৫ হাজার ৫শ টাকা, ব্যবহৃত মোবাইল ছিনিয়ে নেয়। এবং ধারালো ছুরি, লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে হত্যার উদ্যেশে এলোপাতাড়ী ভাবে পিটিয়ে ফুলা যখম করে ফেরে যায়। এসময়ে হুমকী দিয়ে মিঠু সহ তার দোসররা নানান রকম হুমকী ধমকী দিয়ে আস্ফালন করে। বর্তমানে হাবিবুল বাশার সাহাজী কালিগঞ্জ হাসপাতালের ১৩ নম্বর পুরুষ বেডে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় হাবিবুল বাশার এর মাতা হালিমা খাতুন বাদী হয়ে কালিগঞ্জ থানায় এজাহার দায়ের করেছে। থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান এর নিকট জানতে চাইলে তিনি বলেন ঘটনার অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
0 coment rios: