মহসিন রেজা
"নওগাঁ জেলার মান্দা উপজেলার ১২ নং কাশোঁপাড়া ইউনিয়নের এক বৃদ্ধ পরিবার দীর্ঘদিন ধরে কষ্ট নিয়ে দিন কাটাচ্ছিল। তাদের বসবাসের স্থানটিও ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সমাজের চোখের আড়ালে থাকা এই অসহায় পরিবারটির কষ্টের খবর উঠে আসে জাতীয় দৈনিক 'কাল বেলা'-র অফিসিয়াল ফেসবুক পেজের প্রতিবেদনে।"
"এই খবর চোখ এড়ায়নি সৌদি আরব প্রবাসী ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মতিন মৃধার। তিনি মানবতার ডাকে সাড়া দিয়ে পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন।"
"তার সার্বিক সহযোগিতায় ওই অসহায় বৃদ্ধ পরিবারকে এক মাসের খাদ্য সহায়তা প্রদান করা হয়। এই সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, ইফতারের জন্য দই-মুড়ি এবং পুষ্টিকর খাবার হিসেবে পোলট্রি মুরগি।"
"সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বৃদ্ধ পরিবারটি। তাদের চোখে ছিল কৃতজ্ঞতার অশ্রু। এই সহায়তা তাদের মুখে হাসি ফোটানোর পাশাপাশি, মানবতার প্রতি নতুন করে বিশ্বাসও জাগিয়ে তুলেছে।"
0 coment rios: