বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

নওগাঁ পলিটেকনিকে নবাগত শিক্ষক ও শিক্ষার্থীদের সংবর্ধনা

 


মহসিন রেজা 


নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটে নবনিযুক্ত শিক্ষক ও প্রথম বর্ষের শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) ইনস্টিটিউটের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে নবাগতদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুর রকিব। তিনি বলেন, "শুধু ডিগ্রি নয়, দক্ষতা অর্জনের মাধ্যমেই প্রকৃত সাফল্য অর্জন করা সম্ভব।" সংবর্ধনায় সভাপতিত্ব করেন আইডিইবি নওগাঁ জেলা শাখার সভাপতি এ কে এম নাজমুল আলম, আর সঞ্চালনায় ছিলেন শিক্ষার্থী মাঈন হাসান।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ (২য় শিফট) মো. নাসিমুজ্জামান, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান (নন-টেক, ১ম শিফট) খোন্দকার মো. সোহাইল ইসলাম, আইডিইবি বগুড়া জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদুল ইসলাম শাহীন, আইডিইবি নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক ফেরাউল ইসলাম, দপ্তর সম্পাদক মো. শাহজাহান হোসেন, অর্থ সম্পাদক মো. নিজামুল হক, নওগাঁ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী (সিভিল) মো. আপেল হোসাইন এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের উপসহকারী প্রকৌশলী মো. জাকারিয়া হোসেন।


এছাড়াও বাকাছাপ নওগাঁ পলিটেকনিক শাখার উপদেষ্টা ওয়াকিল হাসান অনন্ত, আহ্বায়ক তৌশিক সিদ্দিকী সাব্বির, সদস্য সচিব আবু হুরায়রা হাসিব, দপ্তর ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইবতে সাম আল মাহি, অর্থ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আশরাফুল হক এবং যুগ্ম ছাত্রী ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাদিয়া মেহেদী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


সম্প্রতি শিক্ষক সংকট দূর করতে ২৩ জন নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হয়, যাদের মধ্যে ২১ জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের সংবর্ধনা ও পরিচয়পর্ব শেষে সম্মাননা স্মারক প্রদান করা হয়। নবাগত শিক্ষার্থীরা জানান, তারা দক্ষতা অর্জন করে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চান। বক্তারা কারিগরি শিক্ষার গুরুত্ব ও আইডিইবি-বাকাছাপের সহায়তা নিয়ে আলোচনা করেন।


অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করা হয় এবং অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।


https://frycornwhole.com/fnmyb1bv0g?key=bb8113f375991d01a99921c912a940ca


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: