এস এম শাহাদাত বিশেষ প্রতিনিধিঃ
কালিগঞ্জে রুপান্তরের আয়োজনে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে ও বনজীবিদের নিয়ে দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৫ মার্চ বেলা ১০টায় উপজেলার অফিসার্স ক্লাবে অনুষ্ঠান কর্মশালায় বক্তব্য রাখেন রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া। ফ্যাসিলিটেটর হিসেবে বক্তব্য রাখেন খালিদ লামি।বক্তব্যে বক্তারা বলেন পলিথিন পচতে সময় লাগে এক থেকে দেড় হাজার বছর নদী-নালা বা সমুদ্রে পলিথিন বর্জ্য জলজ প্রাণী ও উদ্ভিদকে বিষাক্ত করে তুলছে। দূষিত জলজ প্রাণী যখন মানুষ গ্রহণ করে, তখন তা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে। প্লাস্টিক খেলনা, প্যাকেটজাত খাদ্য, বা পানির বোতল থেকে নির্গত বিষাক্ত পদার্থ শিশুদের স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের বিকাশে ক্ষতিকর প্রভাব ফেলে।প্লাস্টিক বর্জ্য পরিবেশে দীর্ঘস্থায়ী ক্ষতিকর প্রভাব সৃষ্টি করছে তা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। সাধারণত পলিথিন প্লাস্টিকের কারণে সুন্দরবন ও উদ্ভিদকুল, জলজ প্রাণী, দ্বীপ অঞ্চলের প্রাণীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। প্লাস্টিকের কারণে দিন দিন সুন্দরবনের আয়তন কমে যাচ্ছে। প্লাস্টিক ও পলিথিনের কারণে মাটি তার স্বাভাবিক পানি শোষণ ক্ষমতা হারাচ্ছে, ফলে জমিতে পানি জমে থাকে এবং ফসলের ক্ষতি হচ্ছে।পলিথিন বর্জ্য পানির মধ্যে মিশে গিয়ে নদী, সমুদ্র এবং অন্যান্য জলাশয়ের পানি দূষিত করে।পলিথিনের অংশবিশেষ মাছ ও অন্যান্য জলজ প্রাণীরা খাবার ভেবে খেয়ে মারা যাচ্ছে। তাই সুন্দরবনকে বাঁচাতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং সুন্দরবন রক্ষায় যার যার জায়গা থেকে কাজ করতে হবে পলিথিন ব্যবহার কমাতে হবে পরিবার থেকে শুরু করে নিজ নিজ এলাকার মানুষকে সচেতন করতে হবে। এ সময়ে উপস্থিত ছিলেন এন টিভির অনলাইন প্রতিনিধি আফজাল হোসেন উপজেলা যুব ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম, যুব ফোরামের সদস্য সচিব মারুফ হোসেন সদস্য শাহাদাত হোসেন, জেসমিন নাহার সহ বনজীবি মানুষেরা।
0 coment rios: