মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

কালিগঞ্জের পল্লীতে মৎস্যঘের জবর দখল করার আশঙ্কার অভিযোগ

কালিগঞ্জ প্রতিনিধিঃ

কালিগঞ্জের পল্লীতে মৎস্যঘের জবর দখল করার আশঙ্কার অভিযোগ করেছে সালমা বেগমসহ তার শরিকরা। আদালতের আদেশ অমান্য করে উপজেলার তেলিখালী মৌজার সিএস ১৪২ নং খতিয়ানের এসএ ৫২৭ নং খতিয়ানে বিআর এস ৭৮৯, ৭২৫, ৭৯৬ ও ১৪৮০ নং খতিয়ানে এসএ ৬৪৭ দাগে বিআরএস ১৩৬৫ দাগের ৬ একর  জমি নিয়ে বিরোধ চলে আসছে উপজেলার রতনপুর ইউনিয়নের তেলিখালী গ্রামের আবু জাফর গাজীর স্ত্রী সালমা বেগমের সাথে পীরগাজন গ্রামের মৃত সোলায়মান গাজীর ছেলে মোঃ আব্দুল ওহাব এর। বিজ্ঞ অতিঃ জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে পি ১৭৭৯/২৪ নং মামলা দায়ের করেন সালমা বেগম। তিনি দাবী করেন ক্রয়সূত্রে ঐ জমির মালিক হয়ে শান্তিপুর্ণ দখলকার আছেন। আশঙ্কা করছেন যে কোনো সময়ে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। অপরদিকে বিষয়টি নিয়ে মোঃ আব্দুল ওহাব এর নিকট জানতে চাইলে তিনি বলেন জমির মূল মালিকের নিকট থেকে ক্রয় করে মোট ২১ বিঘা জমি আমার দখলে ছিলো। সম্প্রতি অজ্ঞাত শক্তির জোরে মার নামীয় জমি জবরদখল করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। এদিকে রতনপুর ইউনিয়ন ভুমি সহকারী কমর্কর্তা রেজাউল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন প্রোক্তরুপ পর্যালোচনায় তর্কিত তেলিখালী মৌজার বিআরএস ৩১৬৫ দাগের ৬.৩০০০ একর জমি নিয়ে বাদী বিবাদী ও ৩য় পক্ষের মধ্যে একাধীক দেওয়ানি ও আপীল মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন থাকায় দখলী বিষয়ে সুস্পষ্ট মতামত দেওয়া সম্ভবপর হলো না। সবমিলে ঐ সম্পত্তি নিয়ে যে কোনো সময়ে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এমন আশঙ্কা করছে সালমা বেগম, গোলাম রব্বানী, আকছেদুর রহমান ও আলমগীর হোসেনসহ স্থানীয় সচেতন মহল।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: