শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

রমজানের শুরুতেই নওগাঁয় তরমুজের সরবরাহ ভালো, দামও তুলনামূলক কম


মহসিন রেজা 

রমজান মাস শুরুর পর থেকেই নওগাঁর বাজারে তরমুজের সরবরাহ ভালো রয়েছে। জেলার বিভিন্ন বাজারে দেশি-বিদেশি নানা জাতের তরমুজ আসছে, যা বাজারকে করেছে সরগরম। ইফতারে অন্যতম জনপ্রিয় এই ফলের চাহিদা বেড়েছে, ফলে বাজারজুড়ে ব্যস্ততা দেখা যাচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, গত বছরের তুলনায় এবার নওগাঁয় তরমুজের দাম কিছুটা কম, যা ক্রেতাদের জন্য স্বস্তির খবর।

নওগাঁর ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের রমজানে তরমুজের সরবরাহ বেশি হওয়ায় দাম তুলনামূলকভাবে কম। গত বছর যেখানে প্রতি কেজি তরমুজ ১০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, সেখানে এবার তা ৪০-৫০ টাকা দরে পাওয়া যাচ্ছে। এ ছাড়া পাইকারি বাজারেও প্রচুর তরমুজ সরবরাহ থাকায় খুচরা বাজারেও দাম নিয়ন্ত্রণে রয়েছে।

এক তরমুজ ব্যবসায়ী বলেন, "এবার আমরা পর্যাপ্ত পরিমাণে তরমুজ পাচ্ছি। পাইকারি বাজারেও ভালো সরবরাহ রয়েছে, ফলে দামও সহনীয় পর্যায়ে রয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ ভালো থাকায় দাম স্থিতিশীল রয়েছে।"

নওগাঁসহ দেশের উপকূলীয় অঞ্চল, কুড়িগ্রাম, দিনাজপুর, যশোর, রাজশাহী, ফরিদপুর, পটুয়াখালীসহ বিভিন্ন জেলা থেকে ব্যাপক পরিমাণে তরমুজ আসছে এবং তরমুজ নওগাঁর বাজারে ব্যাপকভাবে পাওয়া যাচ্ছে। কৃষকরা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবার তরমুজের ফলন ভালো হয়েছে। ফলে বাজারে কোনো ঘাটতি দেখা যাচ্ছে না।

নওগাঁয় তরমুজের দাম কম থাকায় ক্রেতারাও স্বস্তিতে আছেন। বাজার ঘুরে দেখা গেছে, ছোট ও মাঝারি আকারের তরমুজ বেশি বিক্রি হচ্ছে। তবে বড় আকারের তরমুজের চাহিদাও কম নয়। অনেকেই ইফতারের জন্য একাধিক তরমুজ কিনছেন।

একজন ক্রেতা বলেন, "প্রতিদিন ইফতারে তরমুজ রাখা হয়। এবার দাম তুলনামূলক কম থাকায় সহজেই কেনা যাচ্ছে। গতবারের তুলনায় দাম কম থাকায় আমরা স্বাচ্ছন্দ্য বোধ করছি।"

 নওগাঁর ব্যবসায়ীরা মনে করছেন, রমজানের মাঝামাঝি সময়ে সরবরাহ আরও বাড়তে পারে। পাইকারি বাজারে তরমুজের দাম স্থিতিশীল থাকলে খুচরা বাজারেও এর প্রভাব পড়বে।

তরমুজ ব্যবসায়ীরা জানান, "রমজানের চাহিদার কথা মাথায় রেখে আমরা আগেভাগেই পর্যাপ্ত তরমুজ মজুদ করেছি। আশা করছি, দাম সহনীয় পর্যায়ে থাকবে এবং ক্রেতারা সহজেই তরমুজ কিনতে পারবেন।"

রমজানের শুরু থেকেই নওগাঁয় তরমুজের বাজার চাঙা রয়েছে। পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম নিয়ন্ত্রণে রয়েছে, যা ক্রেতাদের জন্য স্বস্তিদায়ক। ব্যবসায়ী ও কৃষকরা উভয়েই এবারের তরমুজ বাজার নিয়ে সন্তুষ্ট। তবে বাজার তদারকি নিশ্চিত করলে ভোক্তারা পুরো রমজানজুড়ে ন্যায্যমূল্যে তরমুজ কিনতে পারবেন।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: