কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি
"অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন" এই স্লোগানকে সামনে রেখে কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (৮ মার্চ -২০২৫) সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তির সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, জাতীয় সাংবাদিক সংস্থার ঊপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা লেডিসক্লাবের সম্পাদিকা ঈলাদেবী মল্লিক প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা এলাকার নারী উন্নয়ন সংস্থা, গণমাধ্যমকর্মী ও সূধীবৃন্দ।
0 coment rios: