ময়মনসিংহ থেকে মোঃ মাসুদ আলম ভুইয়া,
ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (১০ মার্চ) দুপুরে রামগোপালপুর ইউনিয়নের গুজিখা গ্রামে'একতা ব্রিকস' নামে একটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করতে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থাকা গাড়ি ও সদস্যদের ওপর হামলা হয়েছে। হামলাকারীদের প্রতিহত করতে গৌরীপুর অস্হায়ী সেনাক্যান্পের সহযোগিতা চাইলে সেনাক্যান্পের ইনচার্জ ক্যাপ্টেন শাদমান এর নেতৃত্বে একটি সেনাটিম ঘটনা স্হলে পৌঁছে ভ্রাম্যমান আদালতের কাজে সহযোগিতা করে।
হামলায় ভ্রাম্যমাণ আদালতের ৩ জন আহত হন। ইক্সেভেটর ও বহনকারী লোবার ট্রাক ভাংচুর করা হয়। এ অভিযানে ৩ লাখ টাকা অর্থদন্ড করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রাফসান রাব্বি জানান, ভ্রাম্যমাণ আদালতের টিমের সামনে এক্সেভেটর বহনকারী লোবার ট্রাকটি ইটভাটার সামনে আসলে শ্রমিকরা অতর্কিতভাবে হামলা চালায়। এতে ৩ জন আহত হন। এ ঘটনায় পরিবেশ অধিদপ্তর মামলা দায়ের করবে। এছাড়াও অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ের ৩ লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজিয়া উদ্দিন ও পরিদর্শক মাহবুবুল ইসলাম।
হামলায় আহতরা হলেন ট্রাকের চালক ত্রিশাল উপজেলার আলী হোসেনের পুত্র মো. হযরত আলী (২০), হেলপাড় জামাল উদ্দিনের পুত্র মাহফুজ (১৮) ও লোবার স্টাফ ফুলপুর উপজেলার ইমাম হোসেনের পুত্র রাফিউল ইসলাম (২০)।
ট্রাক চালক মো. হযরত আলী জানান, আমরা ম্যাজিস্ট্রেটের গাড়ির সামনে ছিলাম। ইটখলার ভিতরে যায় নাই। গৌরীপুর-কলতাপাড়া সড়কেই ৪০/৫০ জন গিয়ে হামলা করে।
রাফিউল ইসলাম জানান, হামলাকারীরা গাড়ির সব কাচ ভেঙে ফেলেছে। সামনের অংশও ভেঙ্গেছে। আমাকে মারধর করায়, দাঁড়াতে পারছি না।
একতা ইটভাটার মালিক হাজী আব্দুল মোনায়েম জানান আমাদেরকে এর আগেও ১৩লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গাড়ির ভাংচুরের সাথে আমাদের ইটভাটার কেউ জড়িত নয়। তারপরেও গাড়ির ভাংচুরে ক্ষতিপূরণ ও যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা নিবো।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক,মোঃ মাসুদ আলম ভুইয়া, ময়মনসিংহের বিশিষ্ট লেখক সাংবাদিক মোহাম্মদ সাইফুল আলম সহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক প্রমুখ।
0 coment rios: