বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

কালিগঞ্জে কৃষকদলের উদ্যোগে কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

 


আলমগীর হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা 

 সাতক্ষিরার কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আয়োজনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ীকরণে কর্মশালা, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ মাঠে উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কৃষকদলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপির অন্যতম নেতা ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ মনিরুল ইসলাম মনু, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ লুৎফর রহমান ও জেলা কৃষকদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব আরিফুর রহমান ছোটন।এসময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) হারুনুর রশিদ মৃধা, কালিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিসহ সূধীবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয়বাদী ওলামাদলের উপজেলা সভাপতি হাফেজ আব্দুল মজিদ। কর্মশালা ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ প্রায় দুই সহস্রাধিক নেতাকর্মী। কর্মশালায়

বক্তাগন বলেন দেশের মধ্যে একটি কুচক্রী মহল অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা চালাচ্ছে। জাতীয়তাবাদী শক্তি তাদের এই অপতৎপরতা রুখে দেবে ইনশাআল্লাহ। যারা ৭১ সালেও দেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র করেছিলো আজও তারা থেমে নেই। তবে জনগন বোকা নয়, তাদের সকল কুটকৌশল ধরে ফেলেছে। আগামী নির্বাচনে জনগন ব্যালটের মাধ্যমে জবাব দিবে এমন প্রত্যয় ব্যক্ত করে বক্তাগন আরও বলেন আমাদের ঐক্যবদ্ধ হয়ে সাধারণ মানুষের পাশে যেতে হবে, তাদেরকে বোঝাতে হবে বিএনপিই হচ্ছে এদেশের মাটি মানুষের দল।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: