মহসিন রেজা
বাড়ির বারান্দায় আলু রাখা কেন্দ্র করে নওগাঁর শৈলগাছীতে রত্না রাণী (২৮) নামে এক নারীকে মারধর করে শরীরের বিভিন্ন জায়গায় নিলাফুলা জখম করে অমানবিক নির্যাতন করার অভিযোগ উঠেছে আপন দেবরের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নের রামরায়পুর গ্রামে এ ঘটনা ঘটেছে।রত্না রাণী ওই গ্রামের অজিতের স্ত্রী।
ভূক্তভোগী রত্না রাণী জানান,বারান্দায় আলু রাখা সহ নানান কারণে বিভিন্ন সময় তার আপন দেবর উজ্জলের সঙ্গে বিরোধ চলছিল। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে উজ্জ্বল তার ঘরে যেতে লাগলে চোখের সামনে আলু দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। এক পর্যায়ে রত্না রাণীর শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী মারপিট করায় মারাত্মক নিলা ফুলা কালশিরা জখম করে।
অভিযোগ সূত্রে জানা যায়, পরে তার ছেলে অনুপকে মারধর করে ০২টি দাঁত ভাঙ্গিয়া ফেলে, তার স্বামী বাড়িতে আসলে বিষয়টা খুলে বলে তার স্বামী প্রতিবাদ করতে গেলে স্থানীয় প্রভাবশালী তুহিন রাজ্জাক পাপ্পু ও সালামকে দিয়ে চুল ধরে টানা-হেঁচড়া করিয়ে নেয়। প্রাণের ভয়ে কাউকে কিছু না বলে নওগাঁ সরকারি হাসপাতালে চিকিৎসা নেয়।বিষয় টা নিয়ে আত্মীয় স্বজনদের ঘটনা জানালে স্বজনদের পরামর্শে তিনি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন উল্লেখ করা হয়।
অভিযুক্ত দেবর উজ্জলের সাথে সরাসরি কথা হলে তিনি ভাবিকে মারেনি দাবি করে বলেন, সেদিন রাতে আমার ঘরে যাবার পথে বারান্দায় থাকা আলুর সাথে উটস খাই। বকাবকি করেছি। আমার ভাই ও ভাতিজাও আমাকে মেরেছে। ভাবিকে কে মেরেছে তা আমি জানিনা।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি ) নুরে আলম সিদ্দিকী বলেন, ‘ভূক্তভোগী রত্না রাণীর অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
0 coment rios: