উৎপল কুমার,মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলার মান্দা ইউনিয়ন পরিষদের সচিবকে লাঞ্ছিত ও হত্যার হুমকি প্রদানের অপরাধে ওই ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম (অবাক) কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী-সচিব তৌহিদ এলাহী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন অপসারণের প্রজ্ঞাপনটি হাতে পেয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রজ্ঞাপন থেকে জানা যায়, উপজেলার মান্দা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. মিজানুর রহমানকে লাঞ্ছিত ও হত্যার হুমকি প্রদান করার অভিযোগে স্থানীয় তদন্তে প্রমাণিত হওয়ায় জনস্বার্থে তার দ্বারা ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে কর্তৃপক্ষ মনে করে। সেহেতু ৩ নং ওয়ার্ডের সদস্য মো. শফিকুল ইসলাম (অবাক) কে অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪ (১) অনুযায়ী তাকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
এই আদেশ যথার্থ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর করা হবে।
প্রসঙ্গত, ২০২৪ সালের মাঝামাঝি মান্দা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সচিবকে লাঞ্ছিত ও হত্যার হুমকি প্রদান করা হয়। এরপর সচিব মো. মিজানুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ ঘটনার বিচার চেয়ে আবেদন করেন। এরপর এ ঘটনার তদন্ত করা হয়। তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হয়।
0 coment rios: